মূক ও বধির মহিলাকে ধর্ষ*ণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক
Mute and deaf woman accused of raping, neighbor youth arrested

Truth Of Bengal: এবার ঘটনাস্থল কুলতলি। সেখানে মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে এক প্রতিবেশির বিরুদ্ধে। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্যাতিতার পরিবারকে হুমকি দিয়েছে বলেও জানা গেছে। মহিলাকে ধর্ষণের ঘটনাটি ঘটে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবার জানিয়েছে, মাঝে মধ্যেই বাড়ি থেকে একাই বেড়িয়ে পড়তেন ওই মহিলা।
সেই রকমই একদিন মঙ্গলবার বেরিয়ে পড়েছিলেন মহিলা। আর প্রতিবেশী যুবক সেই সময়কেই সুযোগ বানিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বেশ কিছুক্ষন সময় কেটে যাওয়ার পরেও যখন বাড়ি ফিরতে দেরি হয়, ঠিক তখনই পরিবারের লোকেরা খোঁজ চালায়। পরে একটি পোড়ো বাড়িতে মহিলাকে খুঁজে পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত যুবককেও নির্যাতিতার পরিজনেরা দেখে ফেললে আশপাশের প্রতিবেশিদের ডাকা হয়। বুধবার কুলতলি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।
এই পুরো ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা মহিলার পরিবারের অভিযোগ,স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্কর এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এমনকি নির্যাতিতার পরিবারকে ২ লক্ষ টাকার বিনিময়ে পুরো বিষয়টি মিটিয়ে নিতে বলেন। পাশাপাশি দেওয়া হয় হুমকিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রহ্লাদ। জানা গিয়েছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই কুলতলির অদূরে জয়নগরে একটি জলাজমিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কুলতলিতে ফের ধর্ষণের অভিযোগ উঠলো।