রাজ্যের খবর
মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সরানো হলো: জারি নির্দেশিকা
Murshidabad Superintendent of Police removed: Instructions issued

Truth Of Bengal: জয় চক্রবর্তী: মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সরানো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি হল নির্দেশিকা। মুর্শিদাবাদের সাম্প্রতিক সময়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। যার জেরে কয়েকজন মানুষের প্রাণহানি হয়েছে। ১০০ বেশি ঘর বাড়ি ভেঙে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, ঘটনার পরিপ্রেক্ষিতেই সূর্য কুমার যাদব যিনি মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরানো হলো জঙ্গিপুরের পুলিশ সুপারকেও। জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন অর্ণব রায়।
মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সরানো হলো: জারি নির্দেশিকা pic.twitter.com/cuqxesHOUF
— TOB DIGITAL (@DigitalTob) April 25, 2025