রাজ্যের খবর

কোয়াক ডাক্তার নিখোঁজের পর খুন, তদন্তে পুলিশ

Murder of doctor Abul Hossain

The Truth of Bengal: চোপড়া থানার মুকদুমগছ গ্রামে কোয়াক ডাক্তার আবুল হোসেনের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমগছ গ্রামের ৪২ বছর বয়সী আবুল হোসেন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। আনুমানিক রাত ন’টা নাগাদ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ফাঁকা মাঠে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পায়।

মৃতদেহের অবস্থা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আবুল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, আবুল হোসেনের কোনও শত্রুতা ছিল না। তবে সম্ভবত জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। চোপড়া থানার আইসি সঞ্জয় দাস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই খুনিদের গ্রেফতার করা হবে।

Related Articles