রাজ্যের খবর
বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে সাংসদ মৌসম বেনজির নূর
MP Mausam Benazir Noor met with an accident while inspecting the flood situation

Truth Of Bengal: মালদায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে সাংসদ মৌসম বেনজির নূরের নৌকা। ঘটনাটি মালদার জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে এই দূঘটনা।
বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েই এই বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম। ওনার সাথে ছিলেন জেলা তৃনমূল নেতা সৌমিত্র রায়। মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা। কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি।