রাজ্যের খবর

পেটের তাগিদে ভিনরাজ্যে পাড়ি! আবারও মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের

Moved to a foreign country on the urge of the stomach! Again the death of three migrant workers from Bengal

The Truth Of Bengal, আত্মজিৎ চক্রবত্তী, উঃ 24 পরগনা:- ভিন রাজ্যের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে উঃ 24 পরগনা জেলার বনগাঁ সীতানাথপুর সংলগ্ন এলাকায়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সূত্রের খবর, পীযূষ হালদার বয়স ৩৬ , শংকর বৈদ্য বয়স ২৬ এবং মনোরঞ্জন সমাদ্দার ৪৬ নামে তিনজন শ্রমিক গ্রামের আরো কয়েকজনের সঙ্গে মুম্বাইয়ের বোরিলিতে কাজে গিয়েছিলেন। দোলের আগে তাদের বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা চলে গেলেন না ফেরার দেশে। ভিন রাজ্যে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের তিন জনের।

পরিবারের লোকেরা জানায়, “দোলের আগে তাদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু আর ফেরা হল না। অবশেষে ফিরল তাদের নিথর দেহ। মৃত পিযুষের ৫ বছরের ছেলে রয়েছে। এদিকে মনোরঞ্জনের ছেলে ক্লাস নাইনের ছাত্র। পাপাই বৈদ্য এখনো বিয়ে করেনি। এ রাজ্যে কাজ থাকলে হয়তো আর ভিন্ন রাজ্যে যেতে হতো না।”

FREE ACCESS

Related Articles