রাজ্যের খবর

সম্পত্তি হাতানোর ছক, ছেলেকে অপহরণের চেষ্টা মায়ের

Mother tries to kidnap son in bid to seize property

Truth Of Bengal: সম্পত্তির হাতানোর জন্য নিজের ছেলেকে অপহরণের চেষ্টা মা ও তার সঙ্গীদের। নদিয়ার চাকদা থানার রাওতারির ঘটনা। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে এই  অপহরণের চেষ্টা হয়। স্থানীয় মানুষের তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্তরা। পুলিশের স্টিকার লাগানো গাড়িটি আটক করেছে পুলিশ।

পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে ১৩ বছর বয়সি এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় নদিয়ার চাকদার রাওতারি হাইস্কুলের সামনে। জানা যায় ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অঙ্কুশ বিশ্বাস। তার বাবা করোনাতে মারা গিয়েছিলেন। এরপর থেকেই দাদুর কাছে মানুষ ওই পড়ুয়া। তার মা বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যত্র সংসার করছেন। কিন্তু বাবা অমিয় বিশ্বাসের সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা নাতির নামে করে দেন দাদু। এরপর থেকেই আদালতের সমস্ত আইন-কানুন মেনে দাদু নাতিকে মানুষ করে চলেছেন।

অভিযোগ মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। অঙ্কুশ বিশ্বাস পরীক্ষার শেষে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে চাউমিন খাচ্ছিল। হঠাৎ একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে অঙ্কুশকে ভায় দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে তার মা।

বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই গাড়িটিকে ঘেরাও করে ফেলে তারা। খবর দেওয়া হয় দাদুকে। দাদু ঘটনাস্থলে আসতেই পুরো বিষয়টি উদঘাটন হয়। দাদুর অভিযোগ, তাঁর নাতিকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করা হচ্ছিল। ছেলের মৃত্যুর পরে ছোট্ট অঙ্কুশকে ফেলে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন তাঁর বৌমা। এখন সম্পত্তি ও টাকা পয়সার লোভে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ। এরপর অভিযুক্তদের আটক করার পাশাপাশি পুলিশের স্টিকার লাগানো গাড়িটিকেও আটক করা হয়। স্থানীয়দের দাবি, ওই গাড়ির মালিক একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। অবসর হওয়ার পরেও কীভাবে পুলিশের স্টিকার লাগিয়ে এই ধরনের কাণ্ড ঘটাতে পারে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা।

Related Articles