রাজ্যের খবর
Trending

রেমালের প্রভাবে বর্ষার আগমন, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

Monsoon arrival due to Remal, heavy rains in North Bengal

The Truth Of Bengal : রেমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়। আগামী ৪ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বাড়বে তাপমাত্রা। রেমালের দাপট কাটিয়েছে দক্ষিণবঙ্গ, এবার বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি।

মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আগামী দু’তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরের তাপমাত্রা পৌঁছেছে ২৬.৬° সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ৮ ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৮%। গত ২৪ ঘণ্টায় আলিপুর অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৩৫.১ মিলিমিটার।

Related Articles