রাজ্যের খবর
এমএলএ কাপে অঘটন, ফাইনালে আতশবাজির আগুনে আহত ৮
MLA Cup incident, 8 injured in fireworks fire during final

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে শুরু হয়েছিল ফুটবল কার্নিভাল। শনিবার তার ফাইনাল ছিল। ফাইনাল উপলক্ষে ওই এলাকায় আতশবাজি ফাটিয়ে অনুষ্ঠান চালু করা হয়। সেই অনুষ্ঠানের শুরু করতে গিয়েই আতশবাজির ফুল্কিতে এলাকায় আটজন আহত হয়। আহত ওই ব্যাক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এরপর তাদেরকে কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।