অফবিটরাজ্যের খবর

মানবিক মুখ! অসহায় শিশুদের দায়িত্ব নিলেন রাজ্যের মন্ত্রী

Swapan Debnath

The Truth of Bengal: শনিবার বিকেল নাগাদ সমুদ্রগড় স্টেশনে দুই শিশুকে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জিআরপির। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাবা এবং সৎ মায়ের সঙ্গে সুলতানপুর এলাকায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন তারা। কিন্তু সেখানে থাকতে তারা না চেয়ে পালিয়ে আসে দুজনে। এরপর তারা কোথায় যাবে, কীভাবে যাবে কিছুই ঠিক করতে পারেনি।

অগত্যা পুলিশ দুই শিশুকে উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে। এর পরেই যোগাযোগ করা হয়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে। খবর পেয়ে তিনি থানায় আসেন। তিনি কথা বলেন শিশু দুটির বাবা ও মায়ের সঙ্গে। তাঁদের অনুমতি ক্রমে শিশুদুটির দায়িত্ব নেন মন্ত্রী। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় মন্ত্রীর অনাথ আশ্রমে বাচ্চা দুটিকে নিয়ে যাওয়া হয়।

চরম দারিদ্র পরিস্থিতির জেরে শিশু দুটির বাবা মায়েরা প্রতিপালন করতে পারছিলেন না। ফলে অশান্তি লেগেই ছিল। আর এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে শিশুদুটি ঘরছাড়া হয়। তবে মন্ত্রীর এই উদ্যোগে খুশি শিশুদুটির বাবা মাও। এখন থেকে এই দুটি শিশু ওই অনাথ আশ্রমে থেকেই পড়াশুনা করবে।

 

Related Articles