রাজ্যের খবর

ভারত সেবাশ্রম সংঘের মূলুক শাখায় মৎস্যমন্ত্রী

Minister of Fisheries in Mooluk branch of Bharat Sevashram Sangh

Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : ভারত সেবাশ্রম সংঘ এর বীরভূমের মুলুক শাখা পরিদর্শন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সঙ্গে ছিলেন অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ, সমাজসেবী সন্দীপ রায়চৌধুরী।

আশ্রমের মূল মন্দিরে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী যুগাচার্য স্বামী প্রণবানন্দজী র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আশ্রমের আড়াইশো আবাসিক ছাত্র মন্ত্রীকে স্বাগত জানান। ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ মহারাজ স্বামী সংঘমিত্রানন্দ ,মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে আশ্রমের গোশালা, মন্দির, ধর্মশালা, ছাত্রাবাস, বিদ্যালয়, জলাশয় সহ বিশাল ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। তাদের বিস্তৃত কর্মকাণ্ড সম্পর্কে মৎস্যমন্ত্রীকে বিশদে অবহিত করেন।

মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ,স্বামী প্রণবানন্দজীর আদর্শে ভারত সেবাশ্রমের বিভিন্ন বিস্তৃত সেবা কার্যের প্রতি সাধুবাদ জানান। পরবর্তীকালে তিনি আবার এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন।

ভারত সেবাশ্রমের বীরভূমের মুলুক শাখার অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ মৎস্য মন্ত্রীর তাদের আশ্রম পরিদর্শনের পরে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং পরে আবার আসার অনুরোধ করেন।