শীত নামতেই পরিযায়ী পাখিদের আনাগোনা, কাঁকসার গড় জঙ্গলে প্রকৃতিপ্রেমীদের ভিড়
পাখিদের পাশাপাশি গড় জঙ্গলে রয়েছে হরিণ, ময়ূর ও বেশ কিছু বিরল বন্যপ্রাণীরও বাস।
সনাতন গরাই, দুর্গাপুর: শীত নামতেই পরিযায়ী পাখিদের আনাগোনায় মুখর পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গল। প্রতিবছরই জলাশয় জুড়ে অতিথি পাখিদের দেখা মিললেও এ বছর ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার সাইবেরিয়ান হাঁস সহ বিভিন্ন প্রজাতির হাঁস, বক, পানকৌড়ি ও নানা জলচর পাখিতে এখন জমজমাট গড় জঙ্গল প্রকৃত অর্থেই ‘পাখিরালয়’।বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরের তুলনায় এ বার পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। কারণ সময়ের আগেই শীত পড়ায় পাখিদের দক্ষিণমুখী যাত্রা আরও দ্রুত হয়েছে। পাখিদের পাশাপাশি গড় জঙ্গলে রয়েছে হরিণ, ময়ূর ও বেশ কিছু বিরল বন্যপ্রাণীরও বাস।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জলাশয়ের ওপর পাখিদের উড়াউড়ি, ডানার ঝাপটা আর জলে ভেসে থাকার দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ডিসেম্বরের মাঝামাঝি থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয় মহলের।অবৈধ শিকার রুখতে বনদফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। জলাশয় সংলগ্ন এলাকায় চলছে নিয়মিত টহলদারি। পর্যটকদের জন্য নির্ধারিত পথ ছাড়া অন্যত্র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উচ্চ শব্দ বা শব্দবাজি ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি।স্থানীয় প্রকৃতিপ্রেমী নিত্যানন্দ সাহা বলেন, এ দৃশ্য মন ভরিয়ে দেয়। পরিবারের সবাইকে নিয়ে এখানে আসি। কেউ যেন পাখিদের উত্ত্যক্ত না করে— সবাই সে বিষয়ে সচেতন।গড় জঙ্গল বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় জানালেন, শীতের অতিথিদের নিরাপদ পরিবেশ দিতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করা হচ্ছে। দুর্গাপুর রেঞ্জে আমাদের কর্মীরা দিনরাত নজরদারিতে রয়েছেন।






