রাজ্যের খবর

মদের আসরে বিবাদের জেরে পরিযায়ী শ্রমিককে খুন! চাঞ্চল্য বৈষ্ণবনগরে

Migrant workers were killed due to a dispute over alcohol! Chanchalya in Vaishnavnagar

Truth Of Bengal : মালদা :- মদের আসরে বিবাদ আর তার জেরেই খুন হতে হল এক পরিযায়ী শ্রমিককে। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। আমবাগান থেকে উদ্ধার ওই পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম ফুলচাঁদ মন্ডল।তার বাড়ি বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইল জালাদিটোলা এলাকায়।

গতকাল সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বৈষ্ণবনগরের বীরনগর-১ পঞ্চায়েতের রাধানাথটোলা এলাকার একটি আম বাগানে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পান এরপর বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দিলে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক। দিন কয়েক আগেই ভিন্ন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরেন। ঘটনাই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মদের আসরে গোলমাল থেকে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে, কে বা কারা খুনের ঘটনার পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এলাকায় পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আবুবক্কার ও কালিয়াচক এইচডিপিও ফাইজাল রেজা গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে তার পাশাপাশি কে বা কারা এই খুনের পিছনে জড়িত রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বৈষ্ণবনগর থানার পুলিশ।

Related Articles