রাজ্যের খবর

রানীগঞ্জে পরিযায়ী শ্রমিকের জলে ডুবে মৃত্যু , চাঞ্চল্য এলাকায়

Migrant worker drowned in water in Raniganj, the incident in Chanchalya area

The Truth Of Bengal : ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বুধবার দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় । মৃত যুবকের নাম আফজল আনসারী , বয়স একুশ।
নিহত পরিযায়ী যুবক ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর থানা এলাকার ফুলকারি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , নিহত যুবক রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের, রনাই এলাকার, বোম্বা কলোনিতে অবস্থিত, এক বেকারিতে কর্মরত ছিলেন । বুধবার দুপুরে সে বোম্বা কলোনির পাশে অবস্থিত, খান্না গড়িয়া নামে এক পুকুরে বেকারির কাজকর্ম সেরে, স্নান করতে যান । দীর্ঘক্ষণ ওই যুবকের কোন খোঁজ খবর না পেয়ে নিহত যুবকের ভাই ও অন্য সকল সহকর্মীরা ওই যুবকের খোঁজে খোঁজ তল্লাশি শুরু করে। সন্ধ্যে নাগাদ, ওই যুবকের জামা কাপড়, চটি, পুকুর ঘাটের পাশে পড়ে থাকতে দেখে, তাদের সন্দেহ হয়।

পরে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে, রানীগঞ্জ থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিবারের জানান ওই যুবক মৃগীতে আক্রান্ত ছিল । সে কারণেই সম্ভবত ঐ যুবকের মৃত্যু হয়েছে বলেই তাদের প্রাথমিক অনুমান। এবং বৃহস্পতিবার পুলিশ ওই যুবকের মৃত্যুর আসল কারণ জানার জন্য তার দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এবং পরিযায়ী শ্রমিকের আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক তার সহকর্মীরা।

Free Access

Related Articles