পেটের টানে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দিশেহারা পরিবার
Migrant laborer dies of abdominal strain, family distraught

The Truth Of Bengal : সপ্তাহখানেক আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশে পাটনা গিয়েছিলেন শেখ সাফি আলম । ভাগ্যের পরিহাসে সপ্তাহের শেষে তার নিথর মৃতদেহ ফিরল গ্রামে । এবার পরিযায়ী শ্রমিক হিসেবে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যার ছেলের। এলাকায় শোকের ছায়া। পঞ্চায়েত সদস্যার ছেলেকে পেটের তাগিদে কাজ করতে যেতে হয় ভিন রাজ্যে।
পরিবারের সূত্রের খবর , মৃত পরিযায়ী শ্রমিক স্নাতক পর্যন্ত পড়াশোনা করে কাজ না পাওয়ায় ভিন রাজ্যে যেতে হয় তাকে । শুধু তাই নয় তাদের থাকার ভিটেমাটি পর্যন্ত নেই। মৃতের নাম শেখ সাফি আলম। বয়স ২২ বছর। বিহারের পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিল শেখ সাফি আলম । সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মারা যায় সে ।
মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইস্রাফিলও একজন শ্রমিক। তবে বয়সের ভারে কাজ করতে পারেন না। মা রুনা বিবি এবার কংগ্রেসের প্রতীকে চৌকি মিরদাতপুর অঞ্চলের সালাবাতগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদ্যসা হিসাবে জয়ী হয়েছেন। বাড়িতে রয়েছে বাবা, মা, এক ভাই ও বোন। এত বড় সংসার চলবে কী করে । এই কথা ভেবেই সংসারে বোঝা টানার জন্যই টাওয়ারের কাজে পাটনা যায় শেখ সাফি আলম ।
Free Access