উন্নয়ন সংক্রান্ত বৈঠকে যোগ দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া
Midnipur MP Jun Malia joined the development meeting

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- মেদিনীপুরে ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে যোগ দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনি বলেন এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চলুক! তবে আলোচনাতেও বসুন তাঁরা। তাঁর সংসদ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছেন। কারো হার্টের অসুখ, কারো কিডনির, কারো পেটের বা হাড়ের সমস্যা। চোখ, ইএনটি বিভাগের রোগীরাও আসছেন। চিকিৎসা পাচ্ছেন না। তাঁকে অনেকে ফোন করছেন, খারাপ লাগছে।
তিনি জানান চিকিৎসা পরিষেবা শুরু হোক। চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। জুন জানান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই চাইছেন তিলোত্তমা বিচার পাক। তিলোত্তমাকে বিচার পেতেই হবে। এম পি ল্যাড এর প্রকল্পের রূপরেখা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, ৭ টি বিধানসভা এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, ব্লক সভাপতি দের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে জানান, এম পি ল্যাডে তাঁর সাংসদ এলাকার উন্নয়ন রূপরেখা নিয়ে কোন এলাকায় কি কি উন্নয়ন মূলক কাজ করা হবে সেসব নিয়ে আলোচনা হয়েছে। কাজ গুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা বলা হয়েছে।