রাজ্যের খবর

মানসিক অবসাদ নাকি খুন? বৈদ্যনাথের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

Mental illness or murder? Mystery looms over Baidyanath's death

Truth Of Bengal: দেবলীনা দাসঃ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভূয়াবাড়ি সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ মুর্মু। বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বৈদ্যনাথ মুর্মু ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিছু সময়ের মধ্যেই পরিবারের লোকজন জানতে পারে বৈদ্যনাথের মৃত্যুর খবরটা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশে একটি জঙ্গল রয়েছে। সেখানে একটি গাছের ডালে থেকে ঝুলতে দেখা যায় বৈদ্যনাথের দেহ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানাতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ।

পুলিশই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সেখানেই এদিন মৃতদেহটির ময়না তদন্ত করা হবে। পরিবারের দাবি বিদ্যনাথের মানসিক সমস্যা ছিল। সেই মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা নাকি ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। শোকের ছায়া এলাকায়।

 

Related Articles