রাজ্যের খবর

বিরল প্রজাতির পানকৌড়ি উদ্ধার করল জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা

Members of the Biocrime Control Bureau recovered a rare species of Pankauri

The Truth Of Bengal: বীরভূমের সিউড়ির পুরসভার সামনে একটি দোকান থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পানকৌড়ি পাখি। বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস ওই পাখিটি উদ্ধার করে নিয়ে যান।

সূত্রের খবর, বীরভূম জেলার সিউড়ির পুরসভার সামনে একটি দোকানে এক ব্যক্তি একটি বিরল প্রজাতির পানকৌড়ি পাখির পায়ে দড়ি বেঁধে রেখে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেটি উদ্ধার করেন বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। পাখিটির শারীরিক অবস্থা দেখে বন দফতরের সহযোগিতায় পাখিটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।

এদিকে ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতেও বলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

FREE ACCESS

Related Articles