ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ করল মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব
Medinipur Mahamedan Sporting Fan Club made a novel protest in the football field

Truth Of Bengal: মেদিনীপুর লীগের দ্বিতীয় ডিভিশন এর গুরুত্বপূর্ণ ম্যাচে অরবিন্দ স্টেডিয়ামে। খেলতে নামে শহর তথা জেলার অত্যন্ত পরিচিত মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। প্রতিপক্ষ ছিল বিজয় একাদশ। মূলত এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শুরু থেকেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকলো ম্যাচ। ম্যাচের ঠিক তখন ১১ মিনিট, দুর্দান্ত একটি গোল করে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর কে এগিয়ে দিলেন দলের ৪ নং জার্সিধারী ফুটবলার সেক মুস্তাকিন।
প্রথম গোলটি করার পর পুরো দল ছুটে এলো রিজার্ভ বেঞ্চ এর সামনে, সাইড লাইনের ধারে তখন দাঁড়িয়ে দলের প্রধান কোচ সোমনাথ সাহা, ক্লাবের সেক্রেটারি সেক আজহার উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি সেক আরমানরা। প্রধান কোচ সোমনাথ সাহা ক্লাবের একটি জার্সি বাড়িয়ে দিলেন গোলদাতা মুস্তাক সহ ফুটবলারদের হাতে। জার্সিতে লেখা Justice For RG Kar। জার্সিটি দ্রুত পরে ফেললো গোলদাতা মুস্তাক, সেই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়লো পুরো দল। হ্যাঁ, এইভাবেই আজ প্রথম গোল এর পরে কোনও সেলিব্রেশন না করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী Justice For RG Kar লেখা জার্সি পরে সাইড লাইনের ধারে এসে মেদিনীপুর মহামেডান এর সমস্ত ফুটবলারদের অভিনব প্রতিবাদ দেখলো আজ অরবিন্দ স্টেডিয়ামে উপস্থিত আপামর ক্রীড়াপ্রেমীবৃন্দ।