বয়জ্যেষ্ঠদের জন্য পুলিশের উদ্যোগ, ‘প্রণাম’ কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে চিকিৎসা পরিষেবা
Medical services will be provided through 'Pranam' programme, a police initiative for senior citizens

Truth Of Bengal: বয়জ্যেষ্ঠদের জন্য পুলিশের উদ্যোগ, প্রণাম কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে চিকিৎসা পরিষেবা। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়িতে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হলো। উল্লেখ্য জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে বয়জ্যেষ্ঠদের জন্য ‘প্রণাম’ কর্মসূচি শুরু হয়েছে।
আর বৃহস্পতিবার ধূপগুড়িতে পৌরসভার ‘ছায়া নীড়’ কক্ষে এই কর্মসূচির সূচনা হলো। যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা, ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী, ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ভারতী বর্মন সহ অনেকে।
এই কর্মসূচির মাধ্যমে বয়স্কদের বিশেষ করে যাঁদের সন্তানরা বাইরে থাকেন কর্মসূত্রে কিংবা যাদের সন্তান নেই এরকম বয়স্কদের সারা বছর বিভিন্নভাবে সাহায্য করবে পুলিশ। এদিন অভিজ্ঞ চিকিৎসকরা বয়জ্যেষ্ঠদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় বয়স্করা খুবই খুশি। বয়োজ্যেষ্ঠদের হাতে একটি কার্ডও তুলে দেওয়া হয়।
সেখানে পুলিশ, পৌরসভা সহ স্বাস্থ্যকর্মীর ফোন নম্বর রয়েছে, প্রয়োজনে ফোন করলেই তাদের পাওয়া যাবে।
এদিন শিবিরে মঞ্জু দাস নামে এক বৃদ্ধা বলেন,” পুলিশের এই উদ্যোগে আমরা খুব খুশি। কেননা হাসপাতালে বা ডাক্তার দেখাতে যেতে আমাদের সমস্যা হয়। আমাদের একটি কার্ডও দেওয়ার রয়েছে সেখানে ফোন নম্বর রয়েছে । ফোন করলেই তারা আমাদের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে শুনেছি। এতে আমাদের ভালো সুবিধা হবে।”
অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন,”এক বছর আগে এই প্রণাম কর্মসূচি নেওয়া হয়েছিল।সেখানে ভালো সাড়া পাওয়ার পর জলপাইগুড়ি জেলার চারটি পৌরসভা, জলপাইগুড়ি ময়নাগুড়ি, মাল ও ধূপগুড়ি পৌর এলাকার বয়স্কদের জন্য এই প্রণাম কর্মসূচি নেওয়া হয়েছে।
সপ্তাহে অন্তত একদিন এইসমস্ত বয়স্কদের খোঁজখবর নিবেন দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা। এছাড়াও যে কোনো সময় ফোন নাম্বারগুলিতে যোগাযোগ করলেও আমরা তাদের সাহায্য করবো।”