রাজ্যের খবর

হুগলীতে রাবার কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

Massive fire breaks out at rubber chemical factory in Hooghly, two fire engines at the spot

Truth Of Bengal: হুগলির রিষড়া পি এম সি রাবার ইন্ডিয়া লিমিটেড নামে একটি বেসরকারি রাবার কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, গাড়ির রাবার তৈরী কেমিক্যাল এখানে তৈরি হয়। আগুন লাগে এই কারখানার গোডাউনে। প্রাথমিক ভাবে, কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে কারখানার এক কর্মী আহত হন। এরপর আহত ওই কর্মীকে দ্রুত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।

Related Articles