বাউড়িয়া জুটমিলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাংশ
Massive fire breaks out at Bauria jute mill, part of it burnt to ashes

Truth Of Bengal: বাউড়িয়া জুট মিলে ভয়ানক আগুন। অগ্নিনির্বাপক ব্যাবস্থা থাকার কারণে শ্রমিকরা নিজেরাই আগিন নিয়ন্ত্রণে আনে। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে পলে মনে করছে শ্রমিকরা।
ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত বাউড়িয়া জুটমিল। বৃহস্পতিবার সকালে মিলে আগুন লাগার ঘটনাটি ঘটে। তখন প্রায় ভোর সাড়ে তিনটে দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। মিলের ২নং ইউনিটে দাউদাউ করে আগুনে জ্বলতে থাকে। যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। পুড়ে ছাই হয়ে যায় ২ নং ইউনিট।
শ্রমিকদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে মিলের তাঁত বিভাগে আগুন লাগে। মিলে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার কারণে মিলের শ্রমিকরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রমিকরা জানিয়েছেন দমকলকে খবর দেওয়ার প্রয়োজন হয়নি তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। এই আগুন লাগার ঘটনায় আগুনের উত্তাপে যন্ত্রাংশের যেমন ক্ষতি হয়েছে তার সাথে কাঁচামালও পুড়েছে অনেক। এতে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা।