মালদার রতুয়ায় জমি বিবাদ ঘিরে ব্যাপক সংঘর্ষ, আহত ১০ জন
Massive clash over land dispute in Malda's Ratua, 10 injured

Truth Of Bengal: মালদার রতুয়া থানার কাহালার কমলপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে সাতজন গুরুতর, এবং তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। আহতরা রতুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলপুর গ্রামে ৩২ শতক জমি নিয়ে উত্তম মহালদার, টুনু মহলদার, সমির সিং সহ আরও অনেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এই বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছিল, তবে এখনও বিষয়টি বিচারাধীন। গতকাল, এই জমি নিয়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময়, এক পক্ষ আরেক পক্ষের ওপর লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। খোলা মাঠে এই সংঘর্ষ একরকম রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়রা জানান, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়।
ঘটনার পর, দুই পক্ষই আলাদাভাবে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।