রাজ্যের খবর

নারী পাচার ও বাল্য বিবাহ রোধে গোপীবল্লভপুরে গণবিবাহের আসর

Mass marriage ceremony in Gopivallabhpur to prevent women trafficking and child marriage

Truth Of Bengal: ঝাড়গ্ৰাম জেলার উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নারী পাচার এবং বাল্য বিবাহ রুখতে দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিকতা বজায় রাখল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন’। প্রতি বছরের মতো আজ ১২ ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে শ্রী পাট গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে মহা সমারোহের সাথে বসল গণবিবাহের আসর।

ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশনের কর্মকর্তা তাদের এবছরের আয়োজনে মোট ১৫ জোড়া পাত্র পাত্রীর বিয়ে দিলেন। ১৭ বছরের এই কর্মযজ্ঞে মোট ২৪৮৭ জন পাত্রীর বিয়ে দিয়ে একপ্রকার নজির গড়লেন সংগঠনের কর্মকর্তা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন এর ১৭ তম বর্ষের গণবিবাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণকেশবানন্দ দেব গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দেবনাথ হাঁসদা ঝাড়গ্ৰাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ,ঝাড়গ্ৰাম জেলা ডিপিএসসির চেয়ারম্যান জয়দ্বীপ হোতা, সমাজসেবী , সুদীপ রাহা, সত্যরঞ্জন বারিক প্রমুখ।

এদিন রাতভর মঞ্চ অনুষ্ঠান এবং বিবাহ রীতি মেনে পাত্র পাত্রীদের বিবাহ দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নবদম্পতির জন্য দেওয়া হয় নানা ধরনের দান সামগ্রী। জানা গেছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী এলাকা গোপীবল্লভপুরের বুকে নারী পাচার ও বাল্য বিবাহ রুখতে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশনের এই মহতী উদ্যোগে সামিল হন শ্রী পাট গোপীবল্লভপুরের বহু সাধারণ মানুষ।

Related Articles