রাজ্যের খবর

নদিয়ার চাপড়ায় গুলিবিদ্ধ কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদ 

Criminal shot

The Truth of Bengal: নদিয়ার চাপড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদ। রবিবার সকালে চাপড়া থানার এলাকার পদ্মমালা মাঠে গুলিবিদ্ধ অবস্থায় মাসুদকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাসুদের দেহটি উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের দাবি, মাসুদকে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এমনকি পরিবারের লোকজন বিষয়টি যাতে কাউকে জানাতে না পারে তার জন্য দুষ্কৃতীদের মধ্যে দুজন সশস্ত্র অবস্থায় পরিবারের লোকজনদের আটকে রাখে। এরপর পদ্মমালা এলাকায় মাঠ থেকে উদ্ধার হয় হাত কাটা মসুদের গুলিবিদ্ধ দেহ। দেহটি পরে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বুকে একটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

মাসুদ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিলেন। ছিনতাই তোলাবাজি সহ একাধিক অসামাজিক কার্যকলাপের মামলায় অভিযুক্ত ছিল মাসুদ। কয়েক মাস আগে আগ্নেয়াস্ত্র সহ মাসুদ ও তাঁর কয়েকজন অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

Related Articles