রাজ্যের খবর

কালীপুজোর আগে ফলের দাম বেশ চড়া, টাস্কফোর্সের নজরদারি আর হানাদানিতে বাজারের মূল্য নিয়ন্ত্রণে আসছে

Market prices are being controlled by the task force's surveillance and operations

The Truth Of Bengal : দুর্গাপুজো মিটলেই প্রস্তুতি শুরু হয়ে যায় কালীপুজোর। কারণ এই কালীপুজোয় বেশকিছু জায়গায় ঘটা হয়।…দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী । রূপের ভেদ থাকলেও নিষ্ঠায় কোনও খামতি থাকে না। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পুজো করা হয় মা কালীর। কেউ উপোস করে আবার অঞ্জলী দেন। মায়ের কাছে নিবেদন করে স্বস্তিও শান্তি খোঁজেন ভক্তরা।

নৈবদ্যতে লাগে ফল-ফুল।ফলের দাম কেমন রয়েছে তা খোঁজ নিতেই আমরা ঘুরে দেখি বিভিন্ন বাজার। দেখা যায় পুজোর আগেই দাম বেশ চড়া। কালীপুজোর আগে অগ্নিমূল্য বাজার। সবজি-ফল থেকে  সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি  খরচ বাড়ে পুজো কমিটিগুলির। পুজোর ফলমূলের পাশাপাশি ভোগের জন্য সবজি বাজার করতে গিয়ে খরচ বেড়েছে  উদ্যোক্তাদের।

পুজোর আগে টাস্ক ফোর্স হানা দেওয়ায় বাজারের অগ্নিমূল্যে কিছুটা দর কমেছে। তবুও খরচে লাগাম টানা বেশ মুশকিল।দেখে নেব…বাজারের ফলের দাম। শুধু ফলের দাম নয়,সব্জির দরও কিছুটা উর্ধ্বমুখী।  পরিস্থিতি বিচার করে মূল্য বৃদ্ধি রুখতে  বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। সবজির দাম তাতে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।দুর্গাপুজোর থেকে কালীপুজোয় কেজি প্রতি ১০থেকে ২০টাকা দাম কমেছে।

 

FREE ACCESS

Related Articles