রাজ্যের খবর

বাঁকুড়ায় মাওবাদী পোস্টার! নিশানা সিভিক কর্মী ও প্রধান, কী লেখা আছে পোস্টারে?

Maoist posters in Bankura! Targeting civic activists and leaders, what is written on the poster?

Truth Of Bengal: বাঁকুড়া, কৈলাস বিশ্বাস: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। রবিবার সকালে তালডাংরা থানার কাছে, তৃনমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত ৩ টি পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে কিষেনজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবী করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সেই পোস্টারে লেখা ‘কৃষানজিৎ, সুনীল মাহাতো, রিমিল এদের মৃত্যুর বদলা চাই। জল জমি জঙ্গল আদিবাসী এদের উচ্ছেদ করা চলবেনি। সেবিক প্রধান এবার তোমাদের পালা ভোট চায়না চোট চাই। C.P.I (মাওবাদী)’

একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনওই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। নাশকতা তো দূর তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজিরবিহীন। এবার সেই ঘটনাই ঘটল। রবিবার সকাল সাদা কাগজে লাল কালীতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারগুলিতে লেখা বক্তব্য একই। পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে। এমনকি কিষেণজির নামকে কৃষানজিৎ বলে উল্লেখ করা হয়েছে।

জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে। একইসঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা। পোস্টারের নীচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপি আই মাওবাদী। পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ। পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles