রাজ্যের খবর

রেমালের তাণ্ডবে জলবন্দি হাওড়ার বহু রাস্তা, বাড়িতে জমা জলের সঙ্গে ঢুকছে সাপ, আতঙ্কিত ডানকুনিবাসী

Many roads of Howrah flooded due to Remal rampage, snakes enter houses with water, Dankuni residents panic

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : একদিকে জমা জল, অন্যদিকে সাপের কামড় ঘুম কেড়েছে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় রেমেলের কারণে অতিবৃষ্টির জন্য জলমগ্ন ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড। বৃষ্টি কেটে গেলেও দুর্ভোগ কাটেনি এখানকার বাসিন্দাদের। কারণ একদিকে ড্রেনের জল ঢুকেছে বাড়ির ভেতর অন্যদিকে সেই জলেই ঘুরে বেড়াচ্ছে সাপ এবং সাপের কামড়ে চিকিৎসাধীন দুই ব্যক্তি।

ঘূ‌র্ণিঝড় রেমেলের প্রভাবে দুদিনের বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ড। ১৩,১৪,১৫ সহ একাধিক ওয়ার্ডের জমেছে জল। ‌এমনকি বাড়ির ভেতরেও প্রবেশ করেছে জল। একদিকে বৃষ্টির ফলে নোংরা জল প্রবেশ করেছে বাড়ির ভেতর অন্যদিকে সাপের উপদ্রব। মঙ্গলবার একদিনেই ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দাকে শর্পাঘাত করে। একজনের নাম দিনেশ পাসোয়ান, অন্যজন পূর্ণিমা কৌরি। দুজনকেই নিয়ে যাওয়া হয় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা পূর্ণিমা কে তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়া হয় ও অন্য জন এখনো চিকিৎসাধীন।

পূর্ণিমা কৈরীর বাড়ির লোক বলেন, তাদের বাড়ির ভেতরেও এক হাঁটু জল। তার মধ্যে বসবাস করছেন দুই দিন ধরে তারা।
সকালে তার ঠাকুমা ফুল তুলতে বেরিয়েছিল বাড়ির বাগানে। সেখানেই জলের মধ্যে কিছু একটা কামড়ায়। জল থেকে পাওয়া বার করে দেখেন পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তৎক্ষণাৎ বাড়ির লোক দেখেন সেখান দিয়ে একটি সাপ চলে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে গিয়ে তারা দেখতে পান তাদেরই আরেক প্রতিবেশী তিনিও ঠিক একই কারণেই হাসপাতালে এসেছেন তিনিও ঘরের মধ্যে ছিলেন তার পায়ে কিছু একটি কামড়ে চলে যায়। সৌভাগ্যবশত সাতটি বিষধর না হওয়ায় তাদের তেমন বড় কিছু ঘটেননি। তবে এই ঘটনার পর থেকে সাপের আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles