
The Truth of Bengal: উৎসবের আমেজে সোনারপুরে জগদ্ধাত্রী পুজোতে অন্নকুট এর আয়োজন। মাকে দেওয়া হয় প্রায় ১১০০ পদে ভোগ। ৫৬ বছর ধরে এভাবেই দেবী জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকায়।পুজো উদ্যোক্তা নিত্য ঘোষ জানান, মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই পুজো। ২০২২ মহামারীর সময় মায়ের মূর্তি সুদুর রাজস্থান থেকে নিয়ে আসা হয়। এই শ্বেত পাথরের মূর্তি সাড়ে ৮ ফুট উচ্চতা।
একটি গোটা পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়। আজ থেকে ৫৬ বছর আগে এই পুজো শুরু হয়। বৈকন্ঠপুর সাধারন সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে। মায়ের এই পুজোয় দেওয়া হয় প্রায় ১১০০টি ভোগ। যা অন্নকূট নামে বিশেষ পরিচিত। তিন দিন এই এলাকার মানুষেরা উৎসবের আমেজের মেতে ওঠে। প্রায় গ্রামের সাত হাজার মানুষ মায়ের এই অন্ন ভোগ গ্রহণ করে।
মায়ের এই অন্নকূট দেখতে দূর দুরান্ত থেকে মানুষ আসেন বৈকন্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে। এই অন্নকূটে মাকে দেওয়া হয় ১৩৫ রকমের মিষ্টি। ২২১রকমের বিভিন্ন পদের রান্না। ১১৭ রকমের বিভিন্ন কস্মেটিক। ৪৮ রকমের সব্জী। ৩৩ রকমের ফল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স, ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য। বেনারসি সমেত ১২০টি শাড়ি।১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা। মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের ভিড় জমান।
Free Access