এবার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতির আবেদন মন্দির সেবাইতের
Mandir Sebait's request for UNESCO recognition of Srirampur's Mahesh Rath Yatra

Truth Of Bengal: শীত পড়তেই শ্রীরামপুর মাহেশে শুরু হলো খাদ্য মেলা। শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির ওমুকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা। আর এই খাদ্যমেলা থেকেই মাহেশের রথযাত্রাকে ইউনেস্কোর স্বীকৃতি ও জগন্নাথ দেবের প্রিয় গুটকে সন্দেশ এবং বালা সন্দেশকে জি আই ট্যাগের আবেদন মন্দির কর্তৃপক্ষের।
খাদ্যমেলায় পিঠেপুলি, নানান ধরনের মুখরোচক আচার, বাহারি রকমের মিষ্টির পাশাপাশি রকমারি খাদ্যের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। সন্ধ্যে থেকেই এই খাদ্য মেলায় ভিড় জমাচ্ছেন খাদ্যপ্রেমী মানুষরা। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের খাবারে রসনা তৃপ্তিতেই জমজমাট মেলা প্রাঙ্গণ।
অন্যদিকে এই মেলা থেকেই ৬২৮ তম মাহেশের জগন্নাথদেবের রথযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতির আবেদন জানালেন মন্দিরের সেবাইত পিয়াল চক্রবর্তী। পাশাপাশি তিনি জগন্নাথদেবের প্রিয় গুটকে সন্দেশ ও বালা সন্দেশেও জি আই ট্যাগ প্রাপ্তির আবেদন জানান। পিয়াল বাবু বলেন জগন্নাথ দেবের ইউনেস্কো স্বীকৃতির আবেদন বিষয়ে ইতিমধ্যেই ডিএমকে লিখিত জানানো হয়েছে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এ বিষয়ে আবেদন জানানো হবে। পাশাপাশি গুটকে সন্দেশ ও বালা সন্দেশ এর জিআই ট্যাগের জন্য ও আন্দোলন চলছে বলেই জানান তিনি।