রাজনীতিরাজ্যের খবর

শুভেন্দু-র বোমা ফাটানোর হুঙ্কারকে নিশানা,কি করে গদ্দাররা জানছে রায় ?প্রশ্ন মমতার

Mamata vote campaigning on raiganj

The Truth of Bengal: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শনিবার ভোট প্রচারে বেরিয়ে হুঙ্কার দেন, আগামী সপ্তাহে বোমা ফাটানো হবে। সেই বোমায় বেসামাল হয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। এই বোমা ফাটানোর তত্ব নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবার শুভেন্দুর অধিকারীর হুঁশিয়ারির সূত্র ধরে রায়গঞ্জের প্রচারসভা থেকে মমতা  বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, যদি বিজেপির কথায় চাকরি বাতিলের রায় না হয়,তাহলে গদ্দাররা কিকরে আগাম জানছেন, কী রায় হবে? চাকরি কেড়ে নেওয়াই কী বোমা ফাটানো? জবাব চান তিনি।

যেভাবে সিবিআই-ইডি যাওয়ার আগে শুভেন্দু অধিকারী জেনে যাচ্ছেন,সেভাবেই আদালতের রায়দানের আগে বিজেপি নেতারা সবকিছু তথ্য পেয়ে যাচ্ছেন বলে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যাঁদের চাকরি চলে গেছে তাঁরা হতাশ হবেন না।ন্যায় আদায় করার জন্য বিজেপির রাজনীতি ও গোপন বোঝাপড়ার কাছে মাথা নত না করে বাংলার মানুষকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী

Related Articles