রেমাল মোকাবিলায় দরাজ ভূমিকায় মমতা, আর্থিক সহায়তার পাশাপাশি প্রশাসনিক সহায়তার আশ্বাস
Mamata played a leading role in dealing with Remal, assuring financial assistance as well as administrative support

The Truth Of Bengal : ঘূর্ণিঝড় রেমাল সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বস্তরের কর্তাদের রবিবারই নির্দেশ দেন।শুধু প্রশাসনের কর্তাই নয়,জনপ্রতিনিধিদেরও মানুষের পাশে থাকার নির্দেশ দেন।নিজেও পুরো পরিস্থিতি তত্ত্বাবধান করেন।যেভাবে আমফান,ইয়াস মোকাবিলা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেভাবেই এই দুর্যোগ থেকে বাংলার ১০কোটি মানুষকে রক্ষা করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করলেন তিনি।বাংলার মানুষকে আশ্বস্ত করেন,তিনি পাশে থাকবেন অতীতের মতোই।জীবনের ঝুঁকি নিয়ে বিপন্নদের রক্ষায় সক্রিয় থাকবেন।একইসঙ্গে প্রশাসনিক প্রধান বার্তা দেন,ভয় পাবেন না,সাবধানে থাকবেন।আপত্কালীন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন পুরোপুরি সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারো সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার…
— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2024
সেইমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের তরফে চালু করা হয় কন্ট্রোলরুম। প্রশাসনিক তত্পরতার মাঝে ত্রাণ ও উদ্ধার কাজ চলে যুদ্ধকালীন ভিত্তিতে।
- নবান্নের কন্ট্রোলরুম নম্বর-১০৭০
- (০৩৩)-২২১৪ ও ৩৫২৬
- কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর
- (০৩৩) ২২৮৬- ১২১২, ২২৮৬- ১৩১৩ ,২২৮৬- ১৪১৪
এই অবস্থা. মুখ্যমন্ত্রী দুর্যোগ কবলিত এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন।সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গ নদীমাতৃত রাজ্য,বঙ্গোপসাগরের উপকূলে।প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়।
পুরপ্রশাসনের শীর্ষ আধিকারিকরা পরিস্থিতি মনিটরিং করেন। নিকাশি, জঞ্জাল সাফাই থেকে সিভিল, বিল্ডিং একাধিক বিভাগের পৌরনিগমের কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করা হয় । সোমবার সকাল থেকে পুরোদমে চালু করা হয় ডিজিটাল কন্ট্রোল রুম । ২৪ঘণ্টা ঝড়ের গতিপথের উপর নজর রাখা থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় সিসিটিভি নজরদারি চলে । এই ঝঞ্জার ধাক্কায় রাজ্যে বেশকয়েকজনের মৃত্যু হয়েছে।জীবন ও সম্পত্তি হানিরও খবর মিলেছে।