রাজ্যের খবর

আম্বেদকর নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য, শাহের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

Mamata lashes out at Shah for 'derogatory' remarks on Ambedkar

Truth Of Bengal: সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর নিয়ে অমিত শাহের অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তাল। বিরোধীদের খোঁচা দিতে গিয়ে শাহ বলেন, ‘‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই ধরণের মন্তব্য আসলে সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে।

এই অভিযোগ করে শুক্রবার সংসদে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় বিরোধীরা। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বরেণ্য ব্যক্তিত্বকে এই অপমান করলেন, সেই প্রশ্ন তোলেন বিরোধী শিবিরের সদস্যরা। কংগ্রেস সাংসদরা জয় ভীম স্লোগান দিয়ে শোরগোল ফেলেন। সরকার পক্ষকে তীক্ষ্ন ভাষায় বেঁধেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহের পদত্যাগ দাবি করেন ইন্ডিয়া জোটের সদস্যরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই  ধরণের তীব্র সমালোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মুখোশ খসে পড়েছে। যেখানে সংসদে স্বাধীনতার ৭৫বছর পূর্তি উদযাপন করা হচ্ছে, সেখানে গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডঃবি আর আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে ভাবমূর্তি নষ্ট করছেন। এটি বিজেপির জাতিবিদ্বেষী মন্তব্য, দলিত বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। বিজেপির আচরণের জন্যই ২৪০এ নেমে এসেছে।

Related Articles