রাজ্যের খবর

নরেন্দ্র মোদিকে রাজনীতি না করে অভিনয় করার পরামর্শ মমতার

Mamata advises Narendra Modi to act instead of politics

The Truth Of Bengal :  বালুরঘাটে প্রচারে গিয়ে আবারও মোদি-শাহকে  চড়া সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার জগদীশ বাসুনিয়ার সমর্থনে সভা থেকে কার্যতঃ বিজেপির শীর্ষ নেতাদের বেঁধেন তিনি। প্রধানমন্ত্রী প্রচারে বেরিয়ে মোদির গ্যারান্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। কথা দিয়ে কথা না রাখার জন্য সমালোচনা করেন।মোদিজীকে রাজনীতি না করে অভিনয় করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদির মতোই শাহকেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল সুপ্রিমো  বলেন, ‘‘বালুরঘাটের নাম বলছে বেলুরঘাট। উনি বড় স্বরাষ্ট্রমন্ত্রী। জায়গার নামটুকুও জানেন না। বাংলায় এসে বলছেন, ‘উল্টে ঝুলিয়ে রেখে দেব।’ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা শোভা পায়?’’ তাঁর আরও প্রশ্ন, মানুষ যদি আপনাদের সঙ্গে থাকেন, তাহলে কেন সিবিআই,এনআইএ,ইডিকে কাজে লাগাচ্ছেন ?

Related Articles