রাজ্যের খবর

মালদার হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র বৌদ্ধবিহার নিয়ে প্রশাসনের উদ্যোগ

Maldar Habibpur's historical monuments Kshetra Buddhvihara is an initiative of the administration

The Truth Of Bengal: মালদা মিউজিয়ামের পরিকাঠামোগত উন্নয়ন এবং হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র বৌদ্ধবিহারের আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ প্রশাসনের। এই নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বৃহস্পতিবার বিকালে নবান্ন থেকে একটি প্রতিনিধি দল আসে মালদায়। নবান্নের পদস্থ কর্তাদের উপস্থিতিতেই এদিন জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে মালদার মিউজিয়াম এবং হবিপুরের নিদর্শন ক্ষেত্র বৌদ্ধবিহারের পরিকাঠামোগত উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, ‘মালদা মিউজিয়ামে অনেক হেরিটেজ সামগ্রী রয়েছে। পাশাপাশি হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন কেন্দ্র বৌদ্ধবিহারেও একটি মিউজিয়াম করার চিন্তাভাবনা রয়েছে। এইসব বিষয় নিয়ে এদিন মূলত আলোচনা হয়েছে। শুক্রবার এইসব স্থানগুলি পরিদর্শন করার পরই সেগুলির উন্নয়নমূলক রূপ দেওয়ার ক্ষেত্রেই সমস্ত রিপোর্ট নবান্নে পাঠানো হবে।‘মালদা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে হবিবপুর ব্লকের কেন্দপুকুর স্ট্যান্ড। সেখান থেকে গ্রামের লালমাটি রাস্তা ধরে প্রায় ১০ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় জগজ্জীবনপুরে। ওই গ্রামেই রয়েছে সেই প্রাচীন নিদর্শন।

হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র বৌদ্ধবিহার দেখতে সারা বছরই মানুষের ভিড় থাকে। এখান থেকে পাওয়া নিদর্শন থেকে জানা যায়, পাল যুগে মহেন্দ্রদেব পাল নামে এক রাজা ছিলেন। যাঁর নাম তার আগে জানা ছিল না। তাঁর আমলে এখানে এই বৌদ্ধবিহার গড়ে ওঠে বলে মনে করা হয়। পর্যটন ক্ষেত্র হিসেবে এই জায়গাকে আধুনিক রূ দেওয়ার ক্ষেত্রে এবার প্রশাসনিক পর্যায়ের উদ্যোগ শুরু হল।

Related Articles