মালদা টাউন স্টেশনে বিকল সিসিটিভি, ভোগান্তিতে যাত্রীরা
Malda Town station CCTV malfunctions, passengers suffer

Truth of Bengal: মালদা টাউন স্টেশনে বিকল রেলের সিসিটিভি নজরদারি। স্টেশনে লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরা সফটওয়্যার সমস্যায় কাজ করছে না। একদিন, দুইদিন নয়, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে ক্যামেরাগুলি। ঘটনায় ক্ষুব্ধ রেল যাত্রীরা। সমস্যা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মালদার ডিআরএমের।
রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৭০টি ট্রেন চলাচল করে। দৈনিক স্টেশন ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী। সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনকে আরও আধুনিক করে তোলা হয়েছে। কিন্তু, স্টেশনের উন্নয়ন হলেও যাত্রী সুরক্ষা ব্যাহত হচ্ছে সিসিটিভি র বিকল হয়ে পড়ায়। প্ল্যাটফর্মে অনেক যাত্রী সম্প্রতি কেপমারির মতো ঘটনার স্বীকার হয়েছেন। অথচ, স্টেশনের বিভিন্ন প্লাটফর্মের লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন। সিসিটিভি ক্যামেরা কাজ না করাই অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্টেশন আধুনিক করার চেষ্টা হলেও সিসিটিভি গুলি কেন দ্রুত মেরামত করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। রেল লোকদেখানো উন্নয়ন করছে। কিন্তু, যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। এমনই অভিযোগ মন্ত্রীর।
এদিকে সমস্যা স্বীকার করেছেন মালদার ডিআরএম মনিশ কুমার গুপ্তা। তার দাবি সফটওয়্যার জনিত সমস্যায় সিসিটিভি র ছবির ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছে। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে রেল। সিসিটিভির সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে হবে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এমনটা জানিয়েছেন ডিআরএম।