রাজনীতিরাজ্যের খবর
Trending
মালদায় সমবায় সমিতির ভোটে উল্টো পুরান
Malda Co-operative Society's vote reversed Puran

The Truth Of Bengal: রাজ্যে লড়াইয়ে জোট বেঁধেছে বাম কংগ্রেস। তবে মালদায় সমবায় সমিতির ভোটে উল্টো পুরান। মানিকচকে তৃণমূল কংগ্রেস জোটের জয়। কংগ্রেসের হাত ধরে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। আদালতের নির্দেশে প্রায় ৩০ বছর পর সেখানে ভোট হল। ছটি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী দেয় তৃণমূল দুটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস।