রাজ্যের খবর

ভোটের ফলাফল ঘোষণার পর কোচবিহারে বিজেপিতে বড়সড় ভাঙন

Major split in BJP in Cooch Behar after the election results were announced

The Truth Of Bengal : কোচবিহার :  ভেটাগরি দু’নম্বর ব্লকের বিজেপির উপপ্রধান সহ ৯ জন নবনিযুক্ত সংসদের হাতে তৃণমূলের যোগদান করলেন। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর্ব শুরু হয়েছে। নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পরের দিনই মাথাভাঙ্গার পঞ্চায়েত প্রধান ও মাথাভাঙ্গা ১ব্লকের বিরোধী দলনেতা তৃণমূলের যোগদান করে। আজ সকাল বেলা ভেটাগুড়ি তে বিজেপি শক্তঘাঁটিতে দল বদল শুরু হয়েছে।

বিজেপি উপপ্রধানসহ 9 জন বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা নবনিযুক্ত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে তুলে নেয়। সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানান, নিশীথ প্রামানিক ভয় দেখিয়ে তৃণমূল কর্মীদের জোর করে বিজেপিতে যোগদান করিয়েছিল। ভেটাগুড়ি অঞ্চলে একটা গুন্ডা রাজ্যের পরিবেশ তৈরি হয়েছিল। অমিত শাহের ডেপুটি হেরে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা একে একে তৃণমূলে যোগদান করতে শুরু করেছে।

আজ বিজেপির উপপ্রধান সহ 9 জন তৃণমূলের যোগদান করেছে। আস্তে আস্তে ভেটাগুড়ি সমস্ত বিজেপি কর্মীরা তৃণমূলের যোগদান করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি অশান্ত ভেটাগুড়ি ফের শান্তি পরিবেশে ফিরে আসবে বলেও দাবি করেছেন। বিজেপি উপপ্রধান দীপক চন্দ্র বর্মন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ফল করেছে। জনগণ যেদিকে আছে আমরা জনপ্রতিনিধি হয়ে সেদিকেই থাকতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছে। তাই মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা তৃণমূলের যোগদান করি।

Related Articles