রাজ্যের খবর
স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র ময়নাগুড়ি
Mainaguri, the battlefield for the alleged molestation of a school girl

Truth Of Bengal: শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র জলপাইগুড়ির ময়নাগুড়ি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় করে বাসিন্দারা। অবরোধ করা হয় জলপাইগুড়ির ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা রোড। পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ময়নাগুড়ি।
এদিন জাতীয় সড়কের টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতাহেন। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা।