রাজ্যের খবর

ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি, ফিরল ২মাস আগেকার টর্নেডোর স্মৃতি

Mainaguri, damaged by the cyclone, the memory of the tornado 2 months ago returned

The Truth of Bengal: প্রকৃতির তাণ্ডবে প্রায়শই ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের নানা এলাকা। এপ্রিল মাসে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ময়নাগুড়ি। রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয় ময়নাগুড়ির কিছু এলাকা। খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ ওউদ্ধারকাজে শুরু হয় তত্পরতা। সেই তত্পরতার জেরে ক্ষতিগ্রস্তরা পায় আর্থিক সহায়তা।ভোট মিটলেই  বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা।ময়নাগুড়ি যখন ঘুরে দাঁড়ানোর লড়াইতে রয়েছে তখন আচমকা শুক্রবার সন্ধ্যায় বিধ্বংসী ঝড়ের মুখোমুখি হতে হয় এই এলাকার বাসিন্দাদের। দুঃসহ স্মৃতির রেশ কাটতে না কাটতেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে সেই এলাকাই। ব্যাংকান্দি,খাগড়াবাড়ি,আমগুড়ির কন্যাবাড়ি,দোমোহিনীর বেশ কিছু এলাকায় ঘূর্ণিদানবের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ি,উড়ে যায় চাল।

দুই মাস আগে ঘটে যাওয়া ঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের ঝড়ে ক্ষতিগ্রস্ত হল ময়নাগুড়ি। শনিবার ভোর আনুমানিক চারটা নাগাদ প্রবল ঝড় ওঠে। ঘর বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়ে বড় বড় গাছ। ঝড়ে ২জন আহত হয়েছেন। এই ঝড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা ব্লক জুড়ে। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যায়,ছিঁড়ে পড়ে  বিদ্যুতের তার। ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে ময়নাগুড়ি বিদ্যুৎ দফতরের তরফে ১৪টি দল বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে।

সিভিল ডিফেন্স কর্মীরা রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলে। স্থানীয় প্রশাসনের কর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শন করেন । এই ঝড়ে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ময়নাগুড়ির নানা এলাকায়। বিদ্যুত সংযোগ  ঠিক রাখার মতোই পরিস্থিতি স্বাভাবিক করার কাজেও তত্পরতা জারি রয়েছে প্রশাসনের তরফ থেকে।

Related Articles