
The Truth of Bengal: তৈরি হওয়ার কথা থাকলেও তৈরি হয়নি। পারাপারের জন্য বাধ্য হয়ে নিজেরাই বানিয়েছেন সরু সাঁকো। সেই সাঁকো দিয়ে চলছে ঝুঁকির পারাপার চলছে নিত্য। পাকা সেতু না থাকায় বিপাকে মগরাহাট পূর্ব বিধানসভার ধনপোতা গ্রাম পঞ্চায়েত ও মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, মগরাহাটের দুটি গ্রাম পঞ্চায়েতের নোনাতোলা, ঘোষের চক, কাঁটাপুকুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মূল রাস্তা দিয়ে যেতে হলে মগরাহাট খালের ওপর দিয়ে যেতে হয়। প্রশাসনের পক্ষ থেকে একটি কংক্রিটের সেতু করা হয়েছিল খালের ওপর। কয়েক বছর আগে ভেঙে যায় সেতুটি।
এরপরেই একটি কাঠের সেতুও করা হয়। কাঠের সেতুটিও গত ৬ মাস আগে ভেঙে পড়ে। এরপরে মূল রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের। একাধিকবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় গ্রামবাসীরা নিজেরাই যাতায়াতের জন্য খালের ওপর একটি সরু সাঁকো তৈরি করেন। যার ওপর দিয়ে শুধুমাত্র ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।মগরাহাট এলাকায় অনেক নতুন সেতু হয়েছে। তা সত্ত্বেও মগরাহাট এলাকায় যে সব সেতু খারাপ অবস্থায় আছে সেগুলিও দ্রুততার সঙ্গে সংস্কার করা হবে।
বাদ থাকবে না এই সেতুটিও। এমনই আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক নমিতা সাহা।এলাকার মানুষের পারাপারের অন্যতম মাধ্যম এই সেতু। কিন্তু ভেঙে পড়ার আর নতুন করে তরি হয়নি। তাই বাধ্য হয়ে নিজেরা সরু সাঁকো বানিয়ে যাতায়াত করছেন। গ্রামের ছাত্র ছাত্রীদের যেমন স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে, তেমনই কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভীষণ বেগ পেতে হয়। অবিলম্বে একটি পাকা সেতুর দাবি জানাচ্ছে এলাকার মানুষ। বিধায়ক আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছে এলাকার মানুষ।
Free Access