বারুইপুরে জাদু সম্রাটের ১১১ তম জন্মদিবস উদযাপন
Magic Emperor's 111th Birthday Celebration at Baruipur

The Truth Of Bengal: মহা সারম্বরের সঙ্গে জাদু সম্রাটের ১১১ তম জন্মদিবস পালন হল বারুইপুর জেলার ইন্দ্রলোকে।
জাদুসম্রাট প্রতুল চন্দ্র সরকারের ১১১ তম জন্মদিবস পালন হল মহা সারম্বরের সঙ্গে। শুক্রবার বারুইপুরের খাসমল্লিকে ইন্দ্রলোকের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরই পুত্র বিখ্যাত জাদুকর প্রদীপ চন্দ্র সরকার। বাবার স্মৃতিচারনা করতে গিয়ে জাদুসম্রাটের নানা দিকপাল কীর্তি তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন তাঁর সহধর্মিণী জয়শ্রী সরকার, কন্যা মানেকা ও মমতাজ সরকার। এদিনের এই অনুষ্ঠানের পর জাদু সংগ্রহশালার উদ্বোধন হয়ে যায়। সেখানে বিশ্ববিখ্যাত জাদুকরদের ফ্রেম লাগানো হয়েছে।
এই অনুষ্ঠানে রাজস্থান এর যোধপুরের মাদারি জাদুকর ইমামুদ্দিন এর জাদু প্রদর্শন তাক লাগায়। এসেছিলেন রাজ্যের নানা প্রান্তের জাদুকররা। জাদুকর প্রদীপ চন্দ্র সরকারের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন অতিথিরা।
FREE ACCESS