
Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্র ক্ষমা চাইলেন। সোমবার একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। দলের অভ্যন্তরীণ বিষয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমনকি অভিযোগ করেন টাকার বিনিময়ে দলের পদ বিক্রি হয়। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। শুধু পদ বিক্রির অভিযোগ নয়, মন্ত্রিত্ব নিয়েও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন মদন। বিভিন্ন সংবাদমাধ্যমে মদন মিত্রের সেই বিতর্কিত মন্তব্য সম্প্রচারিত হয়। দলের অভ্যন্তরে এই নিয়ে চরম বিতর্ক দেখা যায়। একজন বর্ষীয়ান নেতা হিসেবে মদন মিত্র এ ধরনের মন্তব্য করে আদতে দলকে অস্বস্তিতে ফেলে বলেই মত অনেকের। পরে নিজের ভুল বুঝতে পেরে মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ক্ষমা চেয়ে নিলেন মদন মিত্র।
দলের শৃঙ্খলার বিষয়ে এখন আরও কঠোর তৃণমূল কংগ্রেস। কোন ধরনের দল বিরোধী কাজ দল বরদাস্ত করবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে দলের কর্মসমিতির বৈঠকে এই নিয়ে কঠোর মনোভাব গ্রহণ করা হয়। ডিসিপ্লিনারি কমিটিও গঠন করে দিয়েছিলেন দলনেত্রী। এর আগে দলবিরোধী মন্তব্যে জেরে বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করেছিল দল। দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করে। সাসপেন্ড করা হয় আরাবুল ইসলামকে। মদন মিত্র যে ধরনের মন্তব্য করেছিলেন তাতে অস্বস্তিতে পড়ে দল। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর এধরনের মন্তব্য ভালোভাবে নেননি তা বলাই বাহুল্য। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পারেন মদন। ওই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নেন দলের নেতৃত্বের কাছে।