প্রতারণার জালে সর্বস্বান্ত! চিঠি লিখে নিখোঁজ যুবক
Lost in a web of fraud! Missing youth writes letter

Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: পুরুলিয়ার টামনা থানার দুলমি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। প্রতারণার শিকার হয়ে বাড়ি ছেড়ে নিখোঁজ এক যুবক। নিখোঁজ যুবকের নাম সৌভিক মিশ্র। জানা গিয়েছে, শনিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায় সৌভিক। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
শেষমেশ সৌভিকের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়, যেখানে তার লেখা একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে লেখা ছিল, সে প্রতারণার শিকার হয়ে প্রচুর টাকা খুইয়েছে এবং অনেকের কাছ থেকে ঋণও নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে উল্লেখ করে। বাবা-মার কাছে সে অনুরোধ করেছে, যেন তার কিছু ঋণ তারা মিটিয়ে দেয়।
এই ঘটনার পর সৌভিকের বাবা ডমন চন্দ্র মিশ্র টামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, চলছে তল্লাশি। কিন্তু চার দিন কেটে গেলেও এখনও নিখোঁজ সৌভিকের কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।