নওশাদের গাড়িতে লরির ধাক্কা, কেমন আছেন ভাঙড়ের বিধায়ক ?
Lorry hits Naushad's car, how is Bhangar MLA?

Truth of Bengal: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার রাতের বেলায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। তবে বিধায়কের কোনও আঘাত লাগেনি বলে খবর। কিন্তু দুর্ঘটনার জেরে তাঁর গাড়ির চালক জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার পথে হাওড়ার অঙ্কুরহাটির কাছে লরির ধাক্কা মারে নওশাদের গাড়িতে। সেইসময় নওশাদের গাড়ি চেকপোস্টের কাছে সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময় ট্রাকটি বাঁদিক থেকে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নওশাদের গাড়ির সামনের দিকের টায়ার ফেটে যায়। দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত নওশাদদের উদ্ধার করেন। লরির ধাক্কায় তাঁদের গাড়ি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
অন্যদিকে দুর্ঘটনার পরেই জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ লরিকে বাজেয়াপ্ত করেছে। সেইসঙ্গে চালককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করার শুরু করেছে পুলিশ। যদিও দুর্ঘটনার নেপথে কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।