রাজ্যের খবর

কন্টেইনারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ! আহত চার

Lorry collides head-on with container! Four injured

Truth of Bengal:  এশিয়ান হাইওয়েতে কন্টেইনারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ। দীর্ঘক্ষন কন্টেইনারে ভেতর আটকে থাকল চালক। দুর্ঘটনায় আহত চার। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালি সংলগ্ন চামড়া গুদাম এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ তে।

জানা গিয়েছে, একটি খালি লরি ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময়ে ধূপগুড়িগামী একটি কন্টেইনার সামনের গাড়িকে ওভারটেক করতে গেলে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। কন্টেইনারের ভেতর আটকে থাকে চালক।স্থানীয় এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষন পর উদ্ধার করা হয় তাকে। লরির খালাসীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুটি গাড়িকে আটক করেছে পুলিশ।

Related Articles