রাজ্যের খবর
Lok Sabha Election 2024 : লোকসভায় শান্তি বজায় রাখতে এবার প্রচারে বুদ্ধিজীবীরা
Lok Sabha Election 2024: Intellectuals campaign to maintain peace in Lok Sabha

The Truth Of Bengal : বারাকপুর শিল্পাঞ্চলে আগামী লোকসভার ভোটে শান্তি বিরাজের উদ্যেশ্যে বুদ্ধিজীবীদের নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলটি রবিবার নেহাটী ফেরিঘাট থেকে শুরু করে নৈহাটি পৌরসভার পর্যন্ত গিয়ে শেষ হয়ে পৌরসভার নিকটে এক পথসভায় শান্তির বার্তার উপরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন, সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি , গায়ক রাজা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট বুদ্ধিজীবীরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিখ্যাত নাট্যকার চন্দন সেন জানান নাগরিকরা যে যেখানে ভোটাধিকার প্রয়োগ করুক না কেন এলাকায় যেন শান্তি বিরাজ করে। তার পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও শান্তির জন্য ব্যাবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।