মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Sabha Election 2024 : সাংগঠনিক বৈঠকের উদ্দেশ্যে পুরুলিয়ায় আজ অভিষেক

Lok Sabha Election 2024 : Abhishek today in Purulia to check the preparations for the polls

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারের ময়দানে এক চুল ও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক নেতারা। এই সময় অর্থাৎ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার একেবারে শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় আজ উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ২০১৪ সালে মৃগাঙ্গ মাহাতো তৃণমূলের হয়ে পুরুলিয়া আসনে জিতলেও ২০১৯ সালে বিজেপির জ্যোতির্ময় মাহাতো জয়ী হন। সেই জ্যোতির্ময়ের সঙ্গেই এ বার লড়াই শান্তিরামের। এই জেলা নেতৃত্বদের নির্বাচনী রণকৌশল সম্পর্কে অবগত করতেই তার এই পুরুলিয়া সফর বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ। এই ঘরোয়া বৈঠকে তিনি পুরুলিয়া জেলা নেতৃত্বকে নিয়ে ভোটকৌশল ঠিক করতে চান এমনই সুত্রের খবর।

Related Articles