অফবিটরাজ্যের খবর

প্রতিবন্ধী শিবিরে অন্য ভূমিকায় বিধায়ক! বাড়ালেন সাহায্যের ‘মানবিক-হাত’

Local MLAs helps in Specially Challenged boy

The Truth of Bengal: এলাকায় বসেছিল প্রতিবন্ধী শিবির। প্রতিবন্ধী শংসাপত্র নেওয়ার জন্য সেই শিবিরে আসেন বিশেষ ভাবে সক্ষম প্রায় ২ হাজার জন মানুষ। ট্রাই সাইকেলে বসে ভিড় ঠেলে এগিয়ে আসতে সমস্যায় পড়ে এক কিশোর। সেখানে উপস্থিত বিধায়ক বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে আসেন। ট্রাই সাইকেল ঠেলে ওই কিশোরকে শিবিরে উপস্থিত চিকিৎসকদের কাছে পৌঁছে দেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি ও বেলদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে মঙ্গলবার প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আয়োজিত হয়।

এদিন নারায়ণগড় ব্লকের প্রায় দুই হাজার প্রতিবন্ধী এই শিবিরে শংসাপত্র নেওয়ার জন্য আসেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই, সহ-সভাপতি মিহির চন্দ, জয়েন্ট বিডিও দিলবর হোসেন, সুশান্ত ধল-সহ অন্যান্যরা। শিবিরটি যাতে ঠিকঠাক ভাবে চলে তা দেখার জন্য সেখানে ছিলেন জনপ্রতিনিধিরা। খেয়াল রাখেন শিবিরে প্রতিবন্ধী শংসাপত্র নিতে আসা মানুষের। এদিন বিধায়কের এমন ভূমিকা নজর কাড়ে সবার।

এলাকার বিশেষ ভাবে সক্ষম মানুষজনকে চিহ্নিত করে তাঁদের শংসাপত্র বিলি করতে শিবিরের আয়োজন করা হয়েছিল। যাতে তাঁরা আগামীতে সরকারি সুযোগসুবিধা পাওয়া থেকে বঞ্চিত না থাকেন। অন্য জনপ্রতিনিধি নিয়ে এলাকার বিধায়ক গোটা বিষয়টি তদারকি করেন। সেখানে ট্রাই সাইকেল চেপে আসা এক কিশোরের দিকে যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে মানবিকতার পরিচয় দেন বিধায়ক, তাতে তাঁকে সাধুবাদ জানিয়েছে সবাই।

Related Articles