সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভর্তি হাসপাতালে

Truth of Bengal: দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । জানা গিয়েছে তাঁর পেসমেকার বদল করার জন্যই তাঁকে হাসপাতালে দ্বারস্থ হতে হয়েছে। দুদিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন আর এর মধ্যে তাঁর অস্ত্রপচারও সম্পন্ন হয়েছে । এই প্রবীণ সাহিত্যিক ভালো আছেন বলেই জানা গিয়েছে ।
নির্দিষ্ট সময় অনুযায়ী পেসমেকার বদলাতে হয় । সে কারণেই তিনি হাসপাতালে গিয়েছেন। ৮৮ বছর বয়সী এই সাহিত্যিক পদচারণা করেছেন সাহিত্যের অলিন্দে। পাঠকের হাতে তুলে দিয়েছেন সাহিত্যসম্ভার, সেই সাহিত্যিক হাসপাতালে ভর্তি হতেই খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর পাঠক মহল। কারণ তিনি বেশি কথা বলেন না । তিনি সভা সমিতিতে সেভাবে উপস্থিত হন না । তবে পাঠকের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তাঁর সাহিত্যের মাধ্যমে । তাই তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানতে চান তাঁর পাঠকেরা। তিনি এখন ভালো আছেন। সুস্থ আছেন । মাঝে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়েছিল , সেই সবকিছু সমস্যার সমাধান হয়েছে। দিন কয়েকের মধ্যে বাড়িও ফিরবেন এই সাহিত্যিক।