রাজ্যের খবর

মানুষের মনের সন্দেহ দূর করুক কমিশন,হঠাৎ করে ভোটের হার বাড়ল কেন,সরব মমতা

Let the commission remove the doubts in people's minds

The Truth of Bengal: মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রেইহানের সমর্থনে বুধবার  প্রথম সভাটি  করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফরাক্কার বল্লালপুরের কৃষক মান্ডির মাঠে সেই সভা থেকে  দ্বিতীয় দফায় ভোটের হার কেন বাড়ল তাই নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো।প্রথম দফায় ৬৬.১৪% এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১% ভোট পড়ে । অথচ দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার অনেক  পরে কমিশনের তরফে জানানো হয়েছে ভোট পড়েছে ৬০.৯৬%। চূড়ান্ত হিসেবে দ্বিতীয় দফায় কী করে ৫.৭৫% ভোট বেড়ে গেল তা নিয়েই প্রশ্ন  তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি মানুষের সন্দেহ দূর করুক কমিশন।হঠাত্ কেন ভোটের হার বেড়ে গেল,সেই প্রশ্নের জবাব কমিশন দিক, সোচ্চার হয়েছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।

 

Related Articles